রোজা না রাখায় শামিকে ‘ক্রিমিনাল’ বলে নিশানা করলেন মৌলবীরা

আইসিসি (ICC) চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে এবার খেলবে ভারত। বিরাট-রোহিত বাহিনীর এই জয় নিয়ে গোটা দেশ আনন্দের জোয়ারে ভাসছে। এর মধ্যেই বিতর্কের সূত্রপাত মহম্মদ শামিকে নিয়ে। রমজান মাসে তিনি রোজা রাখেননি। খেলার মাঝে এনার্জি ড্রিঙ্ক পান করতে দেখে নিন্দুকেরা সমালোচনা শুরু করে দিয়েছে। এক মৌলবী শামিকে ‘ক্রিমিনাল’ও বলে দিয়েছেন। বুধবার সেমিফাইনাল ম্যাচ চলাকালীন ভারতীয় ক্রিকেট টিমের পেসার মহম্মদ শামির এনার্জি ড্রিঙ্ক পান করেন। সেইৃ ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়ে যায়। উত্তর প্রদেশের বরৈলির মৌলবী তাঁকে ক্রিমিনাল বলে দাগিয়ে দিলেন। অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট মৌলানা শাহাবুদ্দিন রাজভি এই বিষয়ে বলেন, “ইসলামিক আইনে শামি যা করেছেন, তা অপরাধ। অন্যতম বাধ্যতামূলক কাজ হল রোজা। যদি কোনও সুস্থ পুরুষ বা নারী রোজা না রাখেন, তবে তারা বড় অপরাধী।”

মৌলবীর দাবি শামি খেলার জন্য ফিট ছিলেন। তার রোজা না রাখার কোনও কারণ ছিল না। শামির পরিবার ও সমর্থকরা যদিও তাঁর পাশে দাঁড়িয়েছেন। শামি দেশের হয়ে খেলছেন। ক্রীড়াবিদ হিসাবে তাঁর শরীর বুঝে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে।

Share On....

More Categories:

More Post of Similar category

English