প্রেক্ষাগৃহ থেকে শুরু করে মাল্টিপ্লেক্স, টিকিটের দাম নিয়ন্ত্রণে কর্ণাটক সরকার

রাজ্য বাজেটে সিনেমার টিকিটের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রেক্ষাগৃহ থেকে মাল্টিপ্লেক্স-সব জায়গাতেই সিনেমার টিকিটের দাম ২০০ টাকার মধ্যে আনতে চাইছে কর্ণাটক সরকার (Karnataka)। সিদ্দারামাইয়া সরকার এই মর্মে জানিয়েছে, সিনেমার খরচ সব মানুষের সাধ্যের মধ্যে আনতে চায় তারা তাই বাজেটে এই প্রস্তাব।

আরও পড়ুন-প্রধানমন্ত্রীর ভাঁওতাবাজি বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে, ব্যাপক আর্থিক অনিয়ম প্রকাশ্যে

শুক্রবার কর্ণাটক বিধানসভায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ২০২৫-২৬ অর্থবর্ষের মোট ৪ লক্ষ ৮ হাজার ৬৪৭ কোটি টাকার বাজেট পেশ করেন। তাতে পরিকাঠামো, ধর্মীয় বরাদ্দ এবং নারী উন্নয়ন ছাড়া আলাদা করে জোর দেওয়া হয়েছে সিনেমার ক্ষেত্রে। সিদ্দারামাইয়া জানিয়েছেন, কর্ণাটকের সমস্ত সিনেমাহলে যে কোনও সময়ের শো-এ টিকিটের সর্বোচ্চ দাম হবে ২০০ টাকা। বিলাসবহুল মাল্টিপ্লেক্সের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। সাধারণ মানুষ সিনেমা দেখতে পারেন, সেই ব্যবস্থা করতেই এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কন্নড় সিনেমার সমর্থনে আরও একটি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। তিনি জানান কন্নড় সিনেমার জন্য রাজ্য সরকার নিজ উদ্যোগে একটি ওটিটি প্ল্যাটফর্ম খুলবে। সেখানে শুধু কন্নড় সিনেমা মুক্তি পাবে। মায়সুরুতে একটি আন্তর্জাতিক মানের ফিল্মসিটি তৈরি হবে। বাজেটে সেই প্রস্তাব রয়েছে। কর্ণাটক সরকার মায়সুরুতে ফিল্মসিটি তৈরির জন্য ১৫০ একর জমি বরাদ্দ করবে। এর জন্য খরচ হবে ৫০০ কোটি টাকা। রাজ্যের তথ্য ও জনসংযোগ বিভাগ ফিল্মসিটি তৈরির বিষয়টি পর্যালোচনা করবে।

Share On....

More Categories:

More Post of Similar category

English