নৃশংস! নাইট ড্রেসেই রাস্তায় যুবতী উদ্ধার পাটনায়

হিংসা, নৃশংসতা যেন জলভাত। এবার পাটনায় (Patna) রাস্তার ধার থেকে উদ্ধার হল এক যুবতীর দেহ। পরনে ছিল নাইট ড্রেস। এখানেই শেষ নয়, যুবতীর দুই পায়ের পাতায় পেরেক গাঁথা ছিল। মোট ১০-১১টি পেরেক গাঁথা ছিল। বিহারের নালন্দায় বাহাদুর গ্রামে একটি বড় সড়কের ধারে যুবতীর দেহ পড়ে থাকতে দেখা যায়। পথচলতি মানুষ প্রথম এই দৃশ্য দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে যুবতীর দেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে খবর, যুবতীর পরনে শুধুমাত্র নাইট ড্রেস ছিল। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর আগে তাঁর প্রতি যে অকথ্য অত্যাচার হয়েছে এই বিষয়ে সন্দেহ নেই। পায়ের পাতা ফুটো করে গেঁথে দেওয়া আছে বড় বড় পেরেক। যুবতীর নাম-পরিচয় এখনও জানা যায়নি। দেহ পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে। খুনের কারণ জানা না গেলেও, প্রাথমিকভাবে অনুমান, ধর্ষণ করেই খুন করা হয়েছে যুবতীকে। অভিযুক্ত তার চেনা-পরিচিত হওয়ার সম্ভাবনাই বেশি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কীভাবে কে বা কারা যুবতীকে মারল এবং তার দেহ এভাবে রাস্তার ধারে ফেলে গেল, এই নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে প্রশাসনের দিকে।

শেয়ার করুন....

More Categories:

More Post of Similar category

Bengali