মণিপুরে খাদে গড়াল বিএসএফের বাস, নিহত ৩ জওয়ান

এমনিতেই উত্তাল মণিপুর (Manipur) তার মধ্যেই বড়সড় দুর্ঘটনা ঘটল মণিপুরে। খাদে পড়ে গেল বিএসএফ-এর বাস। এদিনের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জওয়ানের। আহত হয়েছে আট জন। পরে যদিও সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাঁদের শারীরিক অবস্থা বিষ আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সেনাপতি জেলার চাঙ্গোবুং গ্রামে এই ঘটনা ঘটে।

বাসটিতে বিএসএফ-এর পনেরো জন সদস্য ছিলেন। কর্মসূত্রে তাঁরা চাঙ্গোবুং-এ গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করেই বাসটি পড়ে যায় খাদে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জওয়ানের। সকলেই উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় আরও একজনের। আহতদের চিকিৎসা চলছে।

রাজ্যপাল অজয় কুমার ভাল্লা মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মণিপুরে হিংসার জন্য বহু বিএসএফ-এর কোম্পানি সেখানে উপস্থিত রয়েছে। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বক্ষণ তৎপর রয়েছে আধা সেনা। তার মধ্যেই এমন এক মর্মান্তিক ঘটনা নজর কেড়েছে দেশবাসীর ।

Share On....

More Categories:

More Post of Similar category

English